ক্ষমতায় গেলে ঈশ্বরদী বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দুই দলের নেতার
-
শনিবার, ১ মার্চ, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে একই মঞ্চে বিএনপি ও জামায়াতের দুই নেতা, দুজনই দিলেন বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বন্ধ থাকা পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এদিকে জামায়াতে ইসলামী সরকার গঠন করলেও ঈশ্বরদী বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলা এলাকায় মেগাসান নামে একটি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তারা এসব কথা বলেন।
বিএনপি ও জামায়াতের এই দুই নেতা বলেন, ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে আমরা সবাই এক ও অভিন্ন। দল মত নির্বিশেষে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে চাই।
এসময় অনুষ্ঠানে মেগাসান তুর্কির চেয়ারম্যান আরিফ চিলেকতিন, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন