নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে যানজটে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে আরেক ট্রাকের সংঘর্ষে আশিক শেখ নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আশিক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে।
এ ঘটনায় ওই ট্রাকের হেলপার রিফাত গুরুতর আহত হয়েছে। সে বাগেরহাটের কচুয়া উপজেলার দ্বীপচর সাইনবোর্ড এলাকার জাহিদুল মোল্লার ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সড়ক বিভাজকের ওপরে উঠিয়ে দিয়ে দূর্ঘটনার শিকার হয় একটি ট্রাক। সেখানে আটকে থাকা ওই ট্রাকের কারনে দাশুড়িয়া রেলগেট এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় বনপাড়ার দিক থেকে দ্রুতগতিতে দাশুড়িয়ার দিকে আসা একটি ট্রাক যানজটে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ওই ট্রাকের চালক ও হেলপার গুরুতর হয়। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক আশিককে মৃত ঘোষণা করেন।
© All rights reserved © 2025 deshpost.net