তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩ হোটেলকে জরিমানা  

ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩ হোটেলকে জরিমানা  

আরিফুল ইসলাম মামুন, ভৈরব- কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 আজ শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি। অভিযানে সহযোগিতায় করেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকে বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার, চক বাজার এলাকায় আম্মাজান হোটেলকে ৩ হাজার ও আব্বাজান হোটেলকে ৩ টাকাসহ মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
 এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি জানান, রমাজন মাস উপলক্ষ্যে ভৈরবের বেশি ভাগ হোটেল ও রেস্টুরেন্টগুলো ইফতার বিক্রি করে থাকে। হোটেল গুলে ঘুরে লক্ষ্য করা গেছে তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের হাতের গ্লাভস নেই, মুখে মাক্স নেই ও টুপি ব্যবহার করছেন না। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেল মালিকদের অর্থদণ্ডসহ সতর্ক করা হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com