বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কলোনী এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত আল আমিন জামালপুর গ্রামের মৃত খেড়– মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায়ী আল আমিন জামালপুর কলোনী এলাকায় গেলে মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ অপর মাদক ব্যবসায়ী মিনারুলের ছেলে আলামীন তাকে ধারাল অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মাদক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
© All rights reserved © 2025 deshpost.net