আরিফুল ইসলাম মামুন, ভৈরব-প্রতিনিধি- কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে । ঈদের দিন সোমবার রাতে শহরের নদীরপাড় সংলগ্ন মুশকুল্লাহাটি এলাকায় এঘটনাটি ঘটে। শিশুটির বাসা একই এলাকার । বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে । বুধবার সকালে শিশুটির বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে । অভিযুক্তরা হলো শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ভাড়াটিয়া রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) ও পলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে দিয়ান (১৫)। দুই অভিযুক্ত কিশোর ঘটনাটি ঘটিয়েছে বলে শিশুর বাবার অভিযোগ । অভিযোগ পাওয়ার পর পুলিশ অপরাধী দুজনকে ধরতে চেষ্টা করছে । অভিযুক্ত দুজনের পরিবার একসময় তারা মুশকুল্লাহাটি এলাকায় ভাড়া থাকতেন সে সুবাধে শিশুটির সাথে পৃর্বে থেকে তাদের মধ্যে চেনাজানা ছিল ।
সরেজমিনে গিয়ে শিশুটির বাবা বাদল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন , ঈদের দিন রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটার পর আমার ছেলে বাসায় এসে বলে তার পায়ূপথে ব্যথা লাগছে। তখন আমি ঘটনা জানতে চাইলে সে জানায়, তার হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলাৎকার করেছে। এসময় পায়ূপথে রক্ত দেখে তাকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর আজ আমি থানায় অভিযোগ করি। ঘটনার বিচার দাবি করেন তিনি আরও বলেন আমার ছেলের ঘটনার পরে আমি এলাকাবাসী অনেককে বিষয়টা জানাইছি আমি গরীব মানুষ দিন আনি দিন খাই তাই আমাকে কেও কোন পাত্তা দিচ্ছে না এমনকি অভিযুক্ত দিয়ানের বাবা করুন মিয়া আমাকে হুমকি দেই থানা পুলিশে অনেক টাকা খরচ করতে হবে তোমার তো সে টাকা নাই । শিশুটির দাদা আব্দুল মান্নান মিয়ার সাথে কথা হলে তিনি বলে ঘটনাটা ধামাচাপা দিতে কয়েকজনে অনেক চেষ্টা করেছে আমরা তাদের কথা শুনি নাই, এখন আইনে যা বিচার হয় তা ই মেনে নিব ।
এ বিষয়ে অভিযুক্ত দিয়ানের বাবার সাথে কথা হলে বলেন, আমার জানা মতে আমার ছেলে কোন অপরাধ করে নাই তবে যদি তথ্য প্রমাণে পাই তাহলে তার বিচার করা হোক। তিনি আরো বলেন ঘটনারপর আমি কিছু ফল কিনে ছেলেকে দেখতে ৭/৮জন মানুষ কে পাঠিয়ে ছিলাম।
এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ নুরুল হুদা জানান, অভিযোগটি থানায় দেয়ার পর ওসি সাহেব আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। বুধবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত দুজনকে ধরতে চে
© All rights reserved © 2025 deshpost.net