আরিফুল ইসলাম মামুন, ভৈরব- কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব পৌরসভার নিউটাউন সিঁড়ির মোড় এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া গ্রামের মৃত. আ. মন্নাফ ভূইয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) এবং একই জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)
দুপুরে র্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পরে, র্যাব আলামতসহ মো. বশির মিয়া ও মো. শাহিনকে ভৈরব থানায় হস্তান্তর করলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
© All rights reserved © 2025 deshpost.net