তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

পাবনায় ইছামতি নদীর উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ; স্মারকলিপি প্রদান

পাবনায় ইছামতি নদীর উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ; স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ পাবনায় সেনাবাহিনী কর্তৃক ইছামতি নদী পারের অবৈধ বসতি উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নদী পারের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। আজ বুধবার বেলা সারে ১১টার দিকে নদীপারের শতশত নারী পুরুষ শহরের আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা পাবনা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বক্তব্য দেন ইছামতি নদী পারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, জাহাঙ্গীর হোসেন পাভেল, আল মাসুদ রিজভী, মোঃ আল মমিন, আবুল হাশেম, মোঃ বাবুল হোসেন প্রমুখ।
এসময় আন্দোলনরত বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পাবনা পৌর এলাকার মধ্যে অবস্থিত ইছামতি নদী পারের বৈধ বসতিরা তাদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আন্দোলন করে আসছেন। জেলা প্রশাসন জেলা প্রশাসকের নিকট ও পানি উন্নয়ন বোর্ড এর নিকট গিয়েছি। কিন্তু নতুন করে এই উচ্ছেদ অভিযান বন্ধ করে নদী পারের বৈধ জমির মালিক ও বসতিদের ক্ষতিপূরণ দিয়ে ইছামতি নদী খনন করুন।
প্রসঙ্গত, ১৭৫৩ কোটি টাকা ব্যায়ে পাবনার ইছামতি নদী খনন শুরু হয়েছে। প্রায় ১৯ কিঃমিঃ দৈর্ঘের এই নদীর পৌর এলাকার মধ্য দিয়ে রয়েছে প্রায় ৫ কিঃ মিঃ। পৌর এলাকার সিঙ্গা বাইবাস এলাকা থেকে দক্ষিন রামচন্দ্রপুরের এই ৫ কিঃমিঃ নদীর দুই পারে প্রায় ১৩ হাজার বৈধ বসতি রয়েছে বলে জানা গেছে। তবে জেলা প্রশাসেন তালিকা অনুসারে ২৮৩ জনের তালিকা অন্তঃভুক্ত হয়েছেন। ৭টি মৌজায় ৯০টি মামলা পাবনা আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে। তাই ইছামতি নদী পুনরুজ্জীবিত সংস্কার ও খনন কাজ সঠিক ও সুন্দর ভাবে করতে বৈধ বসতীতের ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাসের সুযোগ করে দিবেন সরকার ও প্রশাসন এমনটাই দাবি তাদের।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com