নিজস্ব প্রতিবেদকঃ “নতুন বাংলাদেশ সৃষ্টি করতে কৃষি হবে বড় শক্তি” এই প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে কৃষক, কামার, উপজাতি ও পুলিশ সমন্বয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর এলাকায় জোয়াদ্দার মৎস্য খামারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী পেঁপে বাদশার সভাপতিত্বে এসময় বগুড়া ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার বেলালুর রহমান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 deshpost.net