তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

ভৈরবে র‍্যাবের অভিযান, গাঁজাসহ আটক ১

ভৈরবে র‍্যাবের অভিযান, গাঁজাসহ আটক ১

আরিফুল ইসলাম মামুন, ভৈরব- কিশোরগঞ্জঃ মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল পৌনে চারটায় কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ সুলমান মিয়া (৩৩) নামে এক ব‍্যক্তিকে আটক করা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগানগর ইউনিয়নের মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসার গলি আগানগর বেপারী বাড়ি মধ্যপাড়া এলাকায় ওই ব‍্যক্তির বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ব‍্যক্তি  ওই এলাকার মৃত গাজী মিয়ার ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামিকে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com