কবরস্থানের জমি নিয়ে বিরোধ, একজন খুন
-
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
নাটোর সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রামের নওপাড়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিন ভুঁইয়া নামে একজন নিহত হয়েছে। আহত দুইজন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাজিম উদ্দিন ভুঁইয়ার মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত নাজিম উদ্দিন ভুঁইয়া উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভুঁইয়ার ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, আহম্মেদপুর নওপাড়া গ্রামে পারিবারিক একটি কবরস্থানের জমি নিয়ে নাজিম উদ্দিন ভুঁইয়া ও গনি মিয়া ভুঁইয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে আজ বেলা সাড়ে ১০ টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যেবাকবিতন্ডা শুরু হয়।
বাকবিতন্ডার এক পর্যায়ে নাজিম উদ্দিন ভুঁইয়ার প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে নাজিম উদ্দিনকে আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরিফ ভুঁইয়া ও জাহাঙ্গীর ভুঁইয়া আহত হয়। পরে আহত অবস্থায় আহতদের উদ্ধার করে নাটোর সদরহাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিন ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন