তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

এতিম শিশুদের সাথে ইফতার করলো ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি

এতিম শিশুদের সাথে ইফতার করলো ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি

আরিফুল ইসলাম মামুন, ভৈরব- কিশোরগঞ্জঃ মানবতার কল্যাণে আমাদের পথচলা এই স্লোগানকে  বুকে ধারণ করে ২০১৯ সালের ৩রা মার্চে প্রতিষ্ঠিত হয় “ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি  (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)। এরই ধারাবাহিকতায় সফল, গৌরব ও ঐতিহ্যের সাথে ৭ম বর্ষে পদার্পণ করলো ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায়  কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামে আল হোসাইনিয়া সুন্নীয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায়  সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক  মুর্শিদ আলম এর সভাপতিত্বে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতিম ছাত্রদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টানে ১২০ জন এতিম ছাত্রদের সাথে সংগঠনের সদস্যরা  ইফতার করেন।

এসময় ভৈরব ব্লাড ডোনেশনের সোসাইটি প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক  বায়েজিদ আহমেদ ,ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ ,  নব-গঠিত কমিটির আহ্বায়ক জনাব রিফাত আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব জিহাদ আহমেদ, সদস্য মনির হোসাইন, রাকিবুল হাসান, সাব্বির, আরিয়ান, জাহাঙ্গীর, ফাহাদ, সিয়াম, কাশেম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com