নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী ৭ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা।
রবিবার বেলা সাড়ে ১১ টায় ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র অফিসের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির পাবনা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ- সভাপতি সাহাবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, চাটমোহর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাথিয়া উপজেলা সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৯ মাস যাবত আমরা বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতে হচ্ছে। আমরা রোদ বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে থাকি। সামনে ঈদ পরিবারের সদস্যদের জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। আমাদের সাধ্যমত দাবি না মানা হলে আগামীতে এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবো। আমরা দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে আমরা মনে করি। আমাদের সাধ্য দফা গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো।
এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- এ আই টি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা /দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে।
একই ইউনিয়নে একাধিক এ আই টি নিয়োগ প্রক্রিয়া ( নিজ খরচ,যথাযথ প্রক্রিয়াবিহীন প্রশিক্ষণ) বাতিলকরতে হবে।
এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুদিয়ে টার্গেট প্রথা বহাল রাখা যৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে।
এ আই টি দের চাহিদা মোতাবেক সিমেন নিশ্চিত করতে হবে।
সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস,জেলা প্রাণিসম্পদ অফিস, ও দিদি (এ আই ) অফিসকে যথোপযুক্ত ভূমিকা পালন করতে হবে।
বেসরকারি এ আই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে।
© All rights reserved © 2025 deshpost.net