তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

ভৈরবে থানা ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভৈরবে থানা ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরিফুল ইসলাম মামুন, ভৈরব- কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত সোয়া বারোটার দিকে তার নিজবাড়ি শিমুলকান্দি থেকে তাকে গ্রেফতার  করা হয় ।  তিনি শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের ভূইয়াবাড়ির মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।

জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েক শ মানুষ ওই দিন বিকেল পৌনে ৫ টার দিকে ভৈরব থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে থানার প্রধান গেট ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে থানার ভেতরে প্রবেশ করে থানা ভাংচুর সহ আগুন ধরিয়ে দেই এঘটনায় অজ্ঞাত ১৫হাজারজন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয় । সে মামলায় আসামী দেখিয়ে চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে আটক করে পুলিশ ।

এর আগে ভৈরব থানার মিজানুর রহমান রিপনের নামে আজহার নামীয়  একটি মামলা হয় ।পরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে , আদালত তাকে জামিন মঞ্জুর করে ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন , শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে ভৈরব থানা ভাংচুর মামলায় তাকে আটক করা হয়েছে এবং আজ সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com