তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, ১৬ ঘণ্টা পর স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার।

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, ১৬ ঘণ্টা পর স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার।

সেলিম মোর্শেদ রানা, পাবনাঃ পাবনায় স্বামী স্ত্রী ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হয় তারা । ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যার দিকে সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের  কাঞ্চন পার্ক নামক স্থানে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নৌকায় ওঠেন, মাঝ নদীতে নৌকাটি ডুবিয়ে গেলে  অন্যান্যরা সাঁতার কেটে তীরে ভিরলেও নব দম্পতি হৃদয় হোসেন ও মৌ নামে স্বামী-স্ত্রী  নিখোঁজ হয়।  বিষয়টি জানাজানি হলে  নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরী, ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালায়। পরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর (শনিবার ০৫ এপ্রিল) আজ সকাল ১০টার দিকে সাতবাড়িয়া  পদ্মা নদীর মাঝ থেকে জেলেদের জালে নিখোঁজ হৃদয় ও মৌ,কে উদ্ধার করা হয় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হলেও মেয়ের পক্ষ মেনে নেয়নি, শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্কে ঘুরতে আসে। এ সময় পদ্মা নদীতে অন্যদের নৌকায় ঘুরতে দেখে তাদেরও শখ জাগে।
নিহত হৃদয় হোসেন (২৬) সদর উপজেলা চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে এবং মৌ খাতুন (২২) আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে।
পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর নো পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরী, ও স্থানীয়  জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।  আইনগত ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com