শিক্ষা প্রতিষ্ঠানে ঈশ্বরদী থানা পুলিশের সচেতনতামূলক সভা
-
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদী থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বাবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ রাজ্জাক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রেখে লেখাপড়ায় মনযোগী করে তুলতে হবে। শিক্ষার্থীদের আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল করা, পুলিশের প্রতি ইতিবাচক ধারণা তৈরিসহ সমাজের ভাল- মন্দ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধ রোধকল্পে শিক্ষার্থীদের ভূমিকাসহ বেশকিছু সচেতনতামূলক বিষয়বস্তু সম্পর্কিত মতবিনিময় করা হয়।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন