নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে গার্ল গাইডস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ল্যাডী ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উপলক্ষে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচী পালন করা হয়। স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সভাপতিত্বে ও জাকিয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খাঁন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন পাবনা জেলা কমিশনার আদু বালা শীল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য ফারহানা রহমান সহ অনেকেই ।
পরে লেডী ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উপলক্ষে কেক কেটে সবার মাঝে পরিবেশন করা হয়।
© All rights reserved © 2025 deshpost.net